অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ এফ এম তারিক হোসেন খান এর বিদায়ী সংবর্ধনা
অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম তারিক হোসেন খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরে অদ্য ০৩/১২/২০২০ ইং বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -২, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম তারিক হোসেন খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১২ঃ০০ ঘটিকায় এ ইউনিটের পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -২, গাজীপুর এর সম্মানিত পুলিশ সুপার জনাব সিদ্দিকুর রহমান মহোদয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -২, গাজীপুরের পুলিশ সুপার জনাব সিদ্দিকুর রহমান মহোদয় বলেন, “অত্র ইউনিটের কর্মকান্ড পরিচালনা করতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানের কার্যক্রম আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। “সিদ্দিকুর রহমান বলেন, “স্বল্প সময়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিক হেসেন খান গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তা আমরা অবশ্যই কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণে রাখব।”করোনা আক্রান্ত হওয়ার পর জনাব তারিক হোসেন সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ায় পুলিশ সুপার সিদ্দিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এ বদলী হওয়া বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান বলেন, “কর্মক্ষেত্রে সহযোগিতা, শেয়ারিং এবং ডিসিশন মেকিং অনেক গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার জনাব সিদ্দিকুর রহমানের বদান্যতায় এ ইউনিটে আমি এগুলো অনেক বেশি পেয়েছি। এজন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। “সহকারী পুলিশ সুপার জনাব এস আলম মোঃ আব্দুল হান্নান আকন্দের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন আহম্মদ, সহকারী পুলিশ সুপার একেএম শাহীন মন্ডল, ইন্সপেক্টর জনাব অপূর্ব হাসান, ইন্সপেক্টর জনাব মোঃ রাজ্জাকুল হায়দার, এসআই সুব্রত দাস, এএসআই জনাব মোঃ খাইরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সহকারী পুলিশ সুপার জনাব রুহুল আমিন, ইন্সপেক্টর, এসআই, এএসআই, নায়েক, কনস্টেবল প্রমূখ উপস্থিত ছিলেন।